January 21, 2025
আন্তর্জাতিক

উহানের হাসপাতালগুলোতে আর কোনো করোনা রোগী নেই

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। সেই উহান শহরের হাসপাতালগুলোতে এখন আর কোনো কোভিড-১৯ রোগী নেই।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং জানান, উহানের শেষ গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীটিও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন শুক্রবার (২৪ এপ্রিল)।

এ মুহূর্তে উহানের হাসপাতালগুলোতে আর কোনো কোভিড-১৯ রোগী নেই। এমনকি শহরটিতে নতুন শনাক্ত আর কোনো রোগী নেই।

রোগী কমতে থাকায় আগেই উহানে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার উদ্দেশ্যে তড়িঘড়ি করে নির্মিত অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করেছে কর্তৃপক্ষ।

ডিসেম্বরে শুরু হওয়া করোনা ভাইরাস মহামারিতে চীনে শনাক্ত রোগীর সংখ্যা মোট ৮২ হাজার ৮১৬। তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন।

মোট শনাক্ত রোগীদের ৫৬ শতাংশ বা ৪৬ হাজার ৪৫২ জন উহানের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *