উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটায় খুলনার জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে লাইব্রেরির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বই পড়ার জন্য সকলকে লাইব্রেরি মূখী করতে হবে। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ। এই লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে। এজন্য তিনি সকলের সহাযোগিতা কামনা করেন। নবীনের পাশাপাশি প্রবীনদেরও লাইব্রেরিতে আসতে হবে।
সভায় স্বাগত বক্তৃতা করেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাইব্রেরির সহসভাপতি প্রফেসর মোঃ মাজহারুল হান্নান, কবি বিষ্ণুপদ সিংহ, এ্যাডভোকেট কুদরত ই খুদা, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন মিন্টু, যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ, নির্বাহী সদস্য স্বপন কুমার গুহ এবং শামীমা সুলতানা শিলু প্রমুখ।