উপাচার্যের সাথে কুয়েট শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গতকাল রবিবার সকালে বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘দুর্বার বাংলা’, ‘বঙ্গবন্ধু স্কয়ারে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এছাড়া সকালে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সহ-সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, সহ-সাধারণ সম্পাদক প্রতীক চন্দ্র বিশ^াস, কোষাধ্যক্ষ খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম, ক্রীড়া সম্পাদক এইচ এম আব্দুল ফাত্তাহ, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক সৌমিত্র কুমার সরকার, সদস্য ড. মোঃ ইলিয়াস উদ্দিন, প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন ও আবু-হেনা মোস্তফা কামাল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।