January 20, 2025
আঞ্চলিককরোনাবিজ্ঞপ্তি

উপহার নিয়ে কর্মহীন মানুষের বাড়িতে ছুটছেন জেলা ছাত্রলীগ নেতা রফিক

দ. প্রতিবেদক
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর, অসহায় পরিবার। যাদের সার্বিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। এবার এসব অসহায় মানুষের বাড়িতে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী নিয়ে ছুটছেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক। প্রতিদিনই তিনি নিজ মোটরসাইকেলে করে খাদ্যসামগ্রী এসব পরিবারগুলোকে পৌঁছে দিচ্ছেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলাম রফিক বলেন, করোনাভাইরাসের কারণে অনেক পরিবার মানবেতর জীবন-যাপন করছে। তাদের সাহায্যার্থে ২৬ মার্চের পর গোপনে মানুষের বাড়িতে গিয়ে দিয়ে এসেছি, আবার কেউ কেউ আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছে। প্রতিদিন প্রায় ১৫-২০টি পরিবারকে ব্যাগ করে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, স্যাভলন, সাবান পৌঁছে দেওয়া হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *