উপমন্ত্রীর মোংলা, রামপাল ও খুলনার সফরসূচি
তথ্য বিবরণী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ খুলনায় আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ৫ সেপ্টেম্বর সকাল নয়টায় মোংলা সেন্টপলস্ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে, সকাল ১০টায় মোংলা উপজেলায় পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে, সকাল ১১টায় উপজেলার জেজেএস এনজিও এর পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে এবং সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি দুপুর ১২টায় এনজিও কোডেক এর সভায় যোগদান, বিকাল তিনটায় মোংলা উপজেলা কৃষি অফিস অয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এবং বিকাল চারটায় মোংলা মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন।
তিনি ৬ সেপ্টেম্বর সকাল নয়টায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ অনুষ্ঠানে, সকাল ১০টায় উজলকুড় ইউনিয়ন পরিষদে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ অনুষ্ঠানে, সকাল সাড়ে ১১টায় মোংলার সোনাইলতলা ইউনিয়নে জেলেদের মাঝে অনুদানের চাল বিতরণ, বিকাল তিনটায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নে হলদিবুনিয়ায় সম্প্রসারিত বিদ্যুৎ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে এবং চারটায় মোংলা উপজেলার বৈদমারী বাজারে সুন্দরবন ইউনিয়ন বনাম চিলা ইউনিয়নের ফুটবল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন।
উপমন্ত্রী ৭ সেপ্টম্বর সকাল সাড়ে ১০টায় খুলনা হোটেল ওয়েস্টার্ন ইন-এ এ্যাওসেড এ্যান অর্গানাইজেশন ফর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকূলীয় অঞ্চলে বিপদাপন্ন সমুদ্রগামী জেলে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এবং বিকাল তিনটায় রামপাল উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। উপমন্ত্রী ৮ সেপ্টেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।