উপমন্ত্রীর মোংলা ও রামপালের সফরসূচি
তথ্য বিবরণী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ ২০ নভেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২১ নভেম্বর সকাল ১০টায় মোংলায় উপকূলীয় অঞ্চলে জেলেদের চিকিৎসার সুবিধার্থে চক্ষু শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি ২২ নভেম্বর সকাল ১০টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদান এবং ২৩ নভেম্বর সকাল ১০টায় মোংলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদান করবেন। উপমন্ত্রী ২৪ নভেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।