December 24, 2024
জাতীয়

উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট আগামীকাল

পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট আগামীকাল রোববার। ভোট উপলক্ষে শুক্রবার দিনগত মধ্যরাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সব ধরনের প্রচারকাজও বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, মোটরসাইকেল বন্ধ থাকবে ১১ মার্চ রাত ১২টা পর্যন্ত। আর সব ধরনের যান বন্ধ করতে হবে শুক্রবার রাত ১২টা থেকেই।
এছাড়াও ৯ মার্চ (শনিবার) রাত ১২টা থেকে ১০ মার্চ (রোববার) রাত ১২টা পর্যন্ত একদিনের জন্য ভোটের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জরুরি যান চলাচল করবে কেবল অনুমতি সাপেক্ষে। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী, প্রার্থীদের এজেন্ট, নির্বাচন কর্মকর্তার গাড়ি নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন করবে ইসি। প্রথমধাপের ভোটগ্রহণ হবে ১০ মার্চ। নির্বাচন উপলক্ষে ভোটার এলাকায় এরইমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *