December 22, 2024
জাতীয়

উপজেলা নির্বাচনে ওয়ার্কার্স পার্টির অংশগ্রহণের সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির এক সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক কমরেড এড. মিনা মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও খুলনা পার্টির ইনচার্জ কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস।

সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা করা হয় এবং আগামীতে পার্টির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণকরে দাকোপের চেয়ারম্যান পদে গৌরাঙ্গ প্রসাদ রায়, ভাইস চেয়ারম্যান পদে রমেশ মিস্ত্রী, (মহিলা) রিনা মিস্ত্রী, ডুমুরিয়ার চেয়ারম্যান পদে শেখ সেলিম আখতার স্বপন, ফুলতলায় চেয়ারম্যান পদে গাজী নওশের আলী, ভাইস চেয়ারম্যান পদে সন্দীপন রায়, (মহিলা) সীতা রানী, দিঘলিয়ার চেয়ারম্যান পদে শেখ হোসেন আলী, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ও পাইকগাছার চেয়ারম্যান পদে শেখ মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়।

সভায় বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শেখ সাহিদুর রহমান, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আনসার আলী মোল্লা, কমরেড মোজাম্মেল হক, কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড শেখ মফিদুল ইসলাম, কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সদস্য কমরেড গাজী নওশের আলী, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড সন্দীপন রায়, কমরেড মনির আহমেদ, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড মোঃ খলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *