January 20, 2025
জাতীয়লেটেস্ট

উপজেলা কমপ্লেক্সে সব অফিসারের জন্য নিরাপত্তা পাহারা

ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক নিরাপত্তার পর আনসার সদস্য মোতায়েনের পর এবার উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উপজেলা কমপ্লেক্সে থাকা ইউএনও অফিসের কর্মকর্তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা বসানো হচ্ছে বলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা শেষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইউএনও সাহেবদের বাসভবনে ইতোমধ্যে আনসার মোতায়েন করেছি যাতে তাদের রাত্রীকালীন নিরাপত্তা থাকে।

গত ২ সেপ্টেম্বর ঘোড়াঘাটে নিজ বাসায় ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করেছে সরকার।

মোজাম্মেল হক বলেন, আজ একটু সংশোধন করেছি, আমরা পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দেবো, সেখানে অধিকাংশ অফিসারই থাকেন। তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সেখানে অধিকাংশ অফিসারই পরিবার নিয়ে থাকেন। সবগুলো পরিবারের নিরাপত্তা, রাত্রীকালীন তারা যেন আক্রমণের শিকার না হন সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি টিভির আওতায় আনা এবং ভোর ৫টা পর্যন্ত নিরাপত্তা পাহারা থাকবে যাতে কোনো ক্রিমিনাল অন্যায়ভাবে কারো উপর হামলা করতে না পারে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, জীবনের নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই সরকারি কর্মচারীরা কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলবেন বা ভীত সন্ত্রস্ত্র হয়ে যাবেন। কাজেই আমরা তাদের নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *