November 28, 2024
আঞ্চলিককরোনাবিজ্ঞপ্তিলেটেস্ট

উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর টহল ও ত্রাণ সহায়তা প্রদান চলছে

আইএসপিআর : বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাদের টহল অব্যাহত রেখেছে। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা ওমর ফারুক এবং বানৌজা আবু উবাইদাহ্ কর্তৃক খুলনা ও মংলা এরিয়ায় ৩০১ জন দরিদ্র ও নিম্ন আয়ের ব্যক্তিবর্গের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় মুদি দোকান, কসমেটিক্স দোকান, সেলুন ও জুতার দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়। নৌ কন্টিনজেন্ট বরগুনা ৩৪০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ২০০টি লিফলেট বিতরণ করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহাওে সরকারী নীতিমালা অনুসরণের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, মাখরদন, মিঠাখালী, আপাবাড়ি এলাকায় টহল পরিচালনা করে। নৌ কন্টিনজেন্ট মংলা ২৮৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ১২০টি লিফলেট ও ৩০টি মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *