উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত নৌবাহিনীর
আইএসপিআর
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ‘‘ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ” এর আওতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত¡াবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বেতাগী শহর, বাসস্ট্যান্ড মোড় এলাকায় নিয়মিত টহলেরপাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ২৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং রাস্তায় ১০% ক্লোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করে।
এ সময় সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করে। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মংলা পৌরসভা ও চাঁদপাই ইউনিয়ন পরিষদ এলাকায় টহল অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি এলাকায় স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা প্রদান করে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা প্রদান করে।
এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনা করে এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে। নৌ ঘাঁটি সোলাম কর্তৃক মাথাভাঙ্গা এলাকায় ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে এবং লবণচরা মোড় এলাকায় ক্লোরিন ও বিøচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়ে এলাকা এবং অনেক যানবাহন জীবাণুমুক্ত করে। কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌ ঘাঁটি তিতুমীরের অভ্যন্তরে অসামরিক ব্যক্তিবর্গের মাঝে হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং মাস্কসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করেন। নৌবাহিনীর নিজস্ব তহবিল হতে সাধারণ হতদরিদ্রের ত্রাণ সহায়তার পাশাপাশি নৌবাহিনীতে কর্মরত অসামরিক দরিদ্র সদস্যদের সহায়তা প্রদান করে আসছে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।