উন্নয়ন প্রকল্প নিয়ে কেউ অনিয়ম করলে ছাড় দেয়া হবে না : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিয়ম দুর্নীতি পছন্দ করেননা। যারা সরকারি উন্নয়ন কাজ দেখাশুনা করেন তাদেরকে অধিক দয়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে কেউ কোন অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বছরের বিভিন্ন সময় ঝড় জলোচ্ছ্বাসসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এতে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবার ঘূর্ণিঝড় আম্ফান ও গত আগস্ট মাসের শেষে টানা বৃষ্টি ও প্রবল জোয়ারের পানিতে তলিয়ে রামপাল উপজেলার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি মঙ্গলবার সকাল ৯টায় রামপাল উপজেলার ঝনঝনিয়ায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন চন্দ্র বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ জামিল হাচার জামু, সাবেক চেয়ারম্যান সেখ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য আসীত বরন কুন্ডু, উপজেলা যুবলীগ নেতা মনির আহমেদ প্রিন্স, আরফাত হোসেন কচি, জালাল উদ্দিন দুলাল, সহকারি শিক্ষা কর্মকর্তা নলীনি কুমার জোয়াদার, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম ডাবলু, ছালিমা আকতার উর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ