January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

উন্নয়নে খুলনাকে সব সময়ই প্রাধান্য দিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আ’লীগসহ বিভিন্ন মহলের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি
খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় বাসস্থান হিসেবে উন্নয়নে খুলনাকে তিনি সব সময়ই প্রাধান্য দিয়ে থাকেন। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপন করা।
এত অল্প সময়ে তিনি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মৌলিক চাহিদাগুলো একে একে পূরণ করে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থায় নতুন সমিকরণ করেছেন। তন্মধ্যে খুলনা হয়ে মোংলা, ভাটিয়াপাড়া হয়ে মোংলা রেললাইন, রামপালের ফয়লায় স্টল বিমান বন্দর থেকে আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ, পদ্মা সেতু নির্মাণসহ নানাবিধ যোগাযোগ এবং মোংলা বন্দরকে আধুনিকায়ন করতে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। যেখানে আজ প্রতিনিয়ত বিদেশী জাহাজ লোড-আনলোড হচ্ছে। মোংলা বন্দর লোকসান কাটিয়ে আজ লাভজনক প্রতিষ্ঠানে অবস্থান করছে। খুলনাতে শিল্প প্রতিষ্ঠান গড়তে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখন দক্ষিণাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে যথেষ্ট পরিমান অর্থ বরাদ্দ দিয়েছেন। যার কাজ দ্রুত গতিতে চলছে। এই সকল উন্নয়ন কাজ সম্পন্ন হলে খুলনাসহ দক্ষিণাঞ্চল অর্থনৈতিক জোনে পরিণত হবে।
নেতৃবৃন্দ খুলনায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ বিল সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
সিটি মেয়র : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে বিল পাস হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সংসদ নেতা প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’’ সংসদে পাসের মাধ্যমে অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরো একধাপ অগ্রগতি হলো উল্লেখ করে সিটি মেয়র বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এতদাঞ্চল ছাড়াও দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা এবং চিকিৎসাসেবা সম্প্রসারণে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিলটি পাস হওয়ায় সিটি মেয়র প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খুলনা প্রেসক্লাব : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *