January 9, 2025
আঞ্চলিক

উন্নয়নের স্বার্থে দারিদ্র বিমোচনের বিকল্প নেই : সিটি মেয়র

 

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারি-বেসরকারি সংস্থাসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে দারিদ্র বিমোচনের বিকল্প নেই। সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। কেসিসি’র তত্ত¡াবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পও তেমনি একটি প্রকল্প। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে নগর অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের সন্তানদের শিক্ষা এবং মহিলাদের স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে।

সিটি মেয়র গতকাল সোমবার সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘প্রো-পুওর ইকোনোমিক ডেভেলপমেন্ট স্ট্রাটিজি’’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের (এনইউপিআরপি) আওতায় খুলনা সিটি কর্পোরেশন, ইউকে এইড ও ইউএনডিপি’র সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে সচিব মো: আজমুল হক, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, প্রকল্পের টাউন ম্যানেজার মো: মোস্তফা প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন। বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত তুলে ধরেন ইউএনডিপি’র কো-অর্ডিনেটর মৌসুমী পারভীন ও এক্সপার্ট মো: রাশেদুল ইসলাম। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ২৫নং ওয়ার্ড অফিসে কেসিসি’র তত্ত¡াবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ওয়ার্ড এলাকায় প্রকল্পের সুবিধাভোগী দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শিক্ষা সহায়তা ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে সর্বমোট ৪’শ ৬৩ জনের মাঝে ৩২ লক্ষ ২২ হাজার ১’শ টাকা অনুদান প্রদান করা হয়। কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম এবং স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মো: মোস্তফা।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *