December 24, 2024
আঞ্চলিক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে

কয়রায় নির্বাচনী পথসভায় জামাল

 

কয়রা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ২৫ জুলাই কয়রা সদর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মেহেদী হাসান দিদার কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।  গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কয়রা উপজেলার ৪নং কয়রা পল্লি মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের পথ সভায় প্রধান অতিথির বক্ততায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল এ কথা বলেন।

মোঃ আব্দুর রাজ্জাক সানার সভাপতিত্বে পথ সভায়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন চেয়ারম্যান আব্দুর সাত্তার পাড়, এ্যাডঃ গোলাম মোস্তফা,কায়কোবাদ মোল্যা, জেলা যুবলীগের নেতা সরদার জাকির হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, জিয়া হাসান তুহিন, মাহাফুজুর রহমান সোহাগ, রেজাউল ইসলাম রেজা, মোঃ মোস্তাফিজুর রহমান, তাপস জোয়াদ্দার, মাহামুদুল হাসান ইমন, দীপ পান্ডে বিশ্ব, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন (ইমু), ছাত্রলীগ নেতা  মোঃ মসিউর রহমান, এসএম সাদ্দাম হোসেন, শুভ সেন, কাজী নাজীব, মোঃ আব্দুর রহমান, চিশতী নাজমুল বাসার সম্রাট, অনুপম মল্লিক, মোঃ আল আমিন, মিথুন সরদার, মোঃ মফিজুর রহমান মুন্না, রাকিব মাহমুদ, আবিদ হাসান ফায়িম প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *