January 6, 2025
আঞ্চলিক

উন্নয়নকে এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের সহযোগিতা করি : আলহাজ্ব মিজান

 

 

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেছেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন করতে শেখ হেলাউদ্দিন এমপি সহ জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেয়া হবে। এ সকল জনপ্রতিনিধিদের জনগণের সাথে সম্পৃক্ত রাখতেই সংবর্ধনা। উন্নয়নকে এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের সহযোগিতা করি। দক্ষিণাঞ্চলের মানুষের সুখ-দুঃখের সাথী হতেই জনপ্রতিনিধিরা পাশে থাকবে। সেজন্যে শুধু জনপ্রতিনিধিদেরকে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। আমরা সহযোগিতা না করলে উন্নয়ন কাজ এগিয়ে যাবে না। তাই আসুন নারী পুরুষ নির্বিশেষে ২৪ মার্চের সংবর্ধনা সফল করে জনপ্রতিনিধিদের সহযোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে মহানগর যুবমহিলা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর যুবমহিলা লীগের আহবায়ক এ্যাড. রাবেয়া ওয়ালী করবী’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নয়মী বিশ্বাস সাথীর পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুজ্জামান সাগর। এসময়ে উপস্থিত ছিলেন, যুবমহিলা লীগ নেতা এ্যাড. শিউলি, দীপ্তি বিশ্বাস, ফাতেমা মিতা, রেশমা আক্তার, পারভীন আক্তার, লাভলী বেগম, কেয়া আক্তার, মাকসুদা বেগম, চম্পা আক্তার, সমরিতা লোপা, মায়া আক্তার, এ্যাড. লোপা, ফৌজিয়া নুপুর, তানিয়া আক্তার, শাহরিন নিশা, নুপুর আক্তার, সৈয়াদা ইতি, লাইজু আক্তার, রিজিয়া বেগম, আছমা আক্তার, সারমিন আক্তার, সালমা আক্তার, কনক সুলতানা, মারুফ আক্তার, বাধন রহমান, মনি শেখ, মুর্শিদা আক্তার, রেহানা আক্তার, মুক্তা বেগম, কাকলী নাহার, জেসমিন আক্তার, লুবনা আক্তার, নিলা আক্তার, সালমা সুলতানা, মাকসুদা বেগম, রিয়া আক্তার, আসমা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় ২৪ মার্চ রবিবার বিকাল ৩টার মধ্যে শহীদ হাদিস পার্কে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *