উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে আলোচনা সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সোমবার সকালে খুলনার বটিয়াঘাটা বয়ারভাঙ্গা বিশ^ম্ভরা মাধ্যমিক বিদ্যালয়ে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ হাদি উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্জিলাল মল্লিক এবং প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বৈরাগী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র রায়। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক গাজী জাকির হোসেন।