উন্নত বাংলাদেশ নির্মাণে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। উন্নত বাংলাদেশ নির্মাণে তাদের প্রস্তুত করতে হবে। এরাই হবে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে। সরকার জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও জোর দিচ্ছেন। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। ক্রীড়াই পারে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে। কারণ মাদক জীবনকে একবারে শেষ করে দেয়। তিনি নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান।
খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, জাতীয় বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ আব্দুল জব্বার, শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর চাইনিজ, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক প্রফেসর মোঃ শাহ জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারকেল গাছের চারা বিতরণ করেন। বিকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী দৌলতপুর সরকারি বিএল কলেজের বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্কয়ারের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।