November 29, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে ধর্মের রাজনৈতিক ব্যবহার : শাহরিয়ার কবির

খুলনা জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির ওয়েবিনার

খবর বিজ্ঞপ্তি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার বিস্ময়কর আর্থ-সামাজিক উন্নয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এসবই সত্য। কিন্তু এর চেয়ে কঠিন সত্য হচ্ছে যে আদর্শ ও লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, সেখান থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগ অনেক দূরে সরে গিয়েছে। ধর্মের রাজনৈতিক ব্যবহার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা শাখার উদ্যোগে এক আন্তর্জাতিক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।
ওয়েবিনারে নির্মূল কমিটি খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম-এর সভাপতিত্বে ও নির্মূল কমিটি খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন সঞ্চালনায় আরও আলোচক ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুল, খুলনা জেলার সহ-সভাপতি সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক মঞ্জরুল আলম পান্না, জাসদ নেতা খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা দিপঙ্কর সাহা দিপু, অধ্যক্ষ এমবিএম শফিকুল ইসলাম, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. ফরিদ আহমেদ ও মফিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্ম ও বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *