November 24, 2024
আঞ্চলিক

উত্তাল সাগর নিরাপদ আশ্রয়ে ফিরছেন জেলেরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে ৩নং সতর্ক সংকেত জারী করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল হওয়ায় গভীর সাগরে মাছ ধরারত ফিশিং ট্রলারগুলো উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ে ছুটে আসছে।
বৃহস্পতিবার রাতে দুবলারচরে অবস্থানরত জেলেরা জানায়, বৃহস্পতিবার দুপুরে আচমকা সাগরের আবহাওয়া খারাপ হতে শুরু করে। ৩নম্বর সতর্ক সয়কেত শোনামাত্রই গভীর সাগরে মাছ ধরারত ফিশিং ট্রলারগুলো উপকূলের দিকে ছুটে আসছে এবং দুবলারচরের ভেদখালী সহ বিভিন্ন খালে আশ্রয় নিচ্ছে।
পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সাগর থেকে ফিশিং ট্রলার উপকূলের দিকে ফিরে আসছে এবং সন্ধ্যা পর্যন্ত  দুবলা সংলগ্ন বিভিন্ন খালে অর্ধশথাধিক ফিশিং ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে।
শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *