উত্তরায় ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে।
ঢাকা মহানগার পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার মো. শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের সামনে বোমাবাজির পর তারা তিনজনকে গ্রেপ্তার করেছেন।
ওই এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, “কিছু ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি, কয়েকটি ককটেল উদ্ধার হয়েছে।”
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৮ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের গোলোযোগ হয়নি।“ভালো নির্বাচন হচ্ছে। ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ভোটকেন্দ্রে ভোট নেওয়ায় ঝামেলা হচ্ছে না।
আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে বৃহস্পতিবার সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে
বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন সকাল পৌনে ১০টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের মালেকা বানু হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। তার ঘণ্টাখনেক পর কেন্দ্রের বাইরে ককেটল বিস্ফোরণের ঘটনা ঘটে।আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ককটেল বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পর ওই কেন্দ্র পরিদর্শনে যান।
ভোটের পরিবেশ নিয়ে এ দুই প্রার্থী পাল্টাপাল্টি বক্তব্যও দিয়েছেন। বিএনপির প্রার্থী তাদের এজেন্টদের বের করে দেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী বলেছেন, ভোট ‘সুষ্ঠু’ হচ্ছে, বিএনপির প্রার্থীর অভিযোগ ‘অসত্য’।