November 28, 2024
জাতীয়

উত্তরায় বিভিন্ন ক্যাটাগরির নকল এন-৯৫ মাস্কের সন্ধান

রাজধানীর উত্তরায় একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন ক্যাটাগরির নকল এন-৯৫ মাস্ক মজুদের সন্ধান পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ৫৫ নম্বর গাউসুল আজম অ্যাভিনিয়ের একটি ফ্ল্যাটে এ অভিযান চলছে।

উত্তরার এ ফ্ল্যাটটি কে এস এমব্রোয়েডারি অ্যান্ড পাঞ্চিং লিমিটেডের হেড অফিস ও ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

অভিযানে ওই গোদামে অন্তত পাঁচ থেকে সাত ধরনের নকল এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়েছে। অথচ বিশ্বজুড়ে চিকিৎসকদের জন্য প্রস্তুতকৃত এ মাস্কের ধরণ এক ও অভিন্ন হওয়ার কথা।

সারোয়ার আলম জানান, চীন থেকে নকল এন-৯৫ মাস্ক আমদানি করে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। এখানে করোনা ভাইরাস শনাক্তের নকল টেস্টিং কিটও বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর পর্যন্ত অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিকুঞ্জের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে এবং শহীদবাগে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া আমদানি করা করোনা ভাইরাসের ১২০০ টেস্টিং কিট জব্দ করে র‌্যাব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *