উত্তরার মোগল রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভেজাল, পচাবাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে অভিযোগে উত্তরার মোগল রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও পুলিশের ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর উত্তরা এলাকায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে পচাবাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় উত্তরা এক নম্বর সেক্টরের মোগল রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে তিন নম্বর সেক্টরের ‘লা বামবা’ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর অনুমোদনহীন লবণ ব্যবহার করায় একই এলাকার খাজানা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।