উচ্ছেদ অভিযানে সংহতি জানিয়ে ১০টি পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা জেলা প্রশাসন কর্তৃক ময়ূর নদী ও ২৬টি খাল দখল মুক্ত করার লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদেও প্রতি সংহতি, নদী-খাল পুন:খনন এবং ময়ূর নদীতে ওয়াটার বাস সার্ভিস চালুর দাবী জানিয়ে খুলনার পরিবেশবাদী ১০টি সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪টায় ময়ূরনদী (গল্লামারী ব্রিজ) এ এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জলবায়ু বিপর্যয়রোধে উপকূলবাসীর আন্দোলন খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক ও মাসস নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শিলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ও সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রিয় নেতা শ্যামল সিংহ রায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা)’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ন্যাপ খুলনা জেলা সাধারন সম্পাদক তপন কুমার রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদক শেখ মফিদুল ইসলাম, হিউম্যানিটি ওয়াচ এর সা: সম্পাদক শরিফুল ইসলাম সেলিম,নিসচা’র জেলা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, এনসিআরবি’র খুলনা জেলা সদস্য সচিব এমএ কাশেম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো: নাসিরউদ্দিন, খুলনা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এসএম সোহেল ইসহাক, হামিদা খানম, সোনালী দিন প্রতিবন্ধি সংস্থার সভাপতি ইশরাত আরা হীরা, বাহালুল আলম, গতি’র এসএমএ রহিম, পিআরভি’র এম মোস্তফা কামাল, নাগরিক ফোরামের আছমা পারভীন, কামাল মনির, তাহিয়া খাতুন, রওশন আরা, আ: আহাদ,ইন্দিরা ভট্টাচাজ্য, মো: ফিরোজ আলী প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়েস গ্রæপের সদস্যরা অংশ নেয়।
উদ্যোগী সংগঠনগলো-বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা), কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), মাসাস, হিউম্যানিটি ওয়াচ, বেডস্, ছায়াবৃক্ষ, খুলনা উন্নয়ন পরিষদ, নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ(এনসিআরবি), গ্রাস রুটস্ অর্গানাইজেশন ফর টেকনোলজীক্যাল ইনিশিয়েটিভ (গতি), জলবায়ু বিপর্যয়রোধে উপকূলবাসীর আন্দোলন।