উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবি বাম জোটের
খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোট, খুলনার নেতৃবৃন্দ উচ্ছেদকৃত হকারদের দ্রুত পূণবাসনের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি) খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাম জোটের নেতৃবৃন্দ এ দাবি জানান।
বামজোট খুলনার আহবায়ক ডা: মনোজ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্য বক্তৃতা করেন সিপিবি জেলার সাধারণ সম্পাদক এ্যাড: রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, বাসদ জেলার সমন্বয়কাকারী জনার্দন দত্ত নান্টু, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এ্যাড: বাবুল হাওলাদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, বাসদ (মার্কসবাদী) নেতা রুহুল আমিনসহ প্রমুখ। সভায় অপর এক প্রস্তাবে শহর থেকে ইজিবাইক উচ্ছেদ একটি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সময় উপযোগী গণপরিবহন ব্যবস্থাপনা কার্যকর করার আহবান জানান।