November 24, 2024
খেলাধুলা

উইকিপিডিয়ায় ভুল তথ্য ঠিক করতে গুগলের দ্বারস্থ ডেল স্টেন

উইকিপিডিয়ায় তাঁর সম্পর্কে ভুল তথ্য দেওয়া রয়েছে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ডেল স্টেন। আর তাই প্রোটিয়া পেসার সেই ভুল তথ্যের সংশোধন চান।

ডেল স্টেন গুগলের কাছে আবেদন করেছেন যে সেই তথ্য যেন ঠিক করে দেওয়া হয়। উইকিপিডিয়াকে বলা হয় অনলাইন এনসাইক্লোপিডিয়া। এর রক্ষণাবেক্ষণ করেন কিছু স্বেচ্ছাসেবী। স্টেন টুইট করেছেন, “গুগলের কেউ কি আমাকে উইকিপিডিয়ায় আমার সম্পর্কে তথ্য পাল্টাতে সাহায্য করতে পারেন? একটা খুব সিরিয়াস তথ্য ভুল রয়েছে। আর সেটা আমি পাল্টাতে চাইছি।”

স্টেনের এই আবেদেন সোশ্যাল মিডিয়ায় অনেকে রসিকতাও করেছেন। অনেকে আবার তাঁর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ঠিক কোন তথ্য ভুল রয়েছে, তা পরিষ্কার নয়। চোটের জন্য দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই কাঁধের চোট ভোগাচ্ছে তাঁকে। ২০১৬ সালের নভেম্বর থেকে ধরলে এই সময় পর্যন্ত মাত্র আট টেস্ট, নয় ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলেছেন স্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আসন্ন ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *