ঈদ শপিংয়ের টাকা দিয়ে অসহায় মানুষের মাঝে মুরগী বিতরণ দুই যুবলীগ কর্মীর
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড যুবলীগের দুইজন তরুণ কর্মী জাফরি বিশ্বাস ও অনিক। যারা তাদের ঈদ শপিং এর টাকা গরীবের জন্য ব্যয় করে উদাহরণ সৃষ্টি করলেন।
যেখানে তরুণ প্রজন্মের সন্তানেরা ঈদের সময় শপিং করার জন্য সব সময় উদগ্রীব থাকে সেই যুবক ও তরুণরাই দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
করোনা আমাদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করে দিছে কিভাবে মানুষের পাশে মানুষের থাকতে হয়। তাইতো নিজেদের ঈদ শপিংয়ের টাকা দিয়ে তারা অসহায় ও দুঃস্থ ১৫০ পরিবারের মাঝে মুরগী বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন হাবিব উর রহমান হাবিব, ইকবাল হোসেন, সালাম মোড়ল, রহিম মোল্যা, ছাত্রনেতা নাজিম হোসেন ইমন, ইমরান, হাসান রিয়াজ, সাজু, অপি, মিদুল প্রমুখ।