ঈদ উপলক্ষে তালেবানদের তিন দিনের যুদ্ধ বিরতি
রাত পেরোলেই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সেই উপলক্ষে আফগান সরকারের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন দিনের বিরতি ঘোষণা দিয়েছে তালেবানরা।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, তার সৈন্যরাও এই যুদ্ধবিরতির ঘোষণা সম্মানের সঙ্গে নিয়েছে।
তিন দিনের যুদ্ধবিরতি দেশটিতে দীর্ঘদিনের চলমান সহিংসতা হ্রাস হবে বলে ধারনা করা হচ্ছে। কিন্তু ২০১৮ সালেও ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল তালেবানরা। কিন্তু আফগানিস্তানে যুদ্ধের সহিংসতা কমেনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারের সৈন্যদলের সঙ্গে কট্টরপন্থী ইসলামী দলটির আক্রমণ বৃদ্ধি পেয়েছে।