ঈদে আসছে অর্ণবের নতুন গান
র্ঘ বিরতির পর ঈদে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় শিল্পী অর্ণব।
গানের শিরোনাম ‘কি হলে কি হতো’। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রডাকশন হাউজের ব্যানারে এটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী।
গানের ভিডিওতে আছেন অর্ণব, জনপ্রিয় অভিনেত্রী মিথিলা ও ইন্দ্রশীষ রায়। একটি বিশেষ চরিত্রে আছেন জনপ্রিয় নির্মাতা শ্রীজিত মুখার্জি। গানটির ভিডিওতে অভিনয় করতে গিয়েই মিথিলার সঙ্গে এ নির্মাতার বিয়ের গুঞ্জন ওঠে। তবে বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছেন দুজন।
এই গান নিয়ে অর্ণব বলেন, “এবার অনেকটা সময় নিয়ে গানটি বের করলাম। গানটি নিজের মত করেই গাওয়া। যেমনটা আমার কাছে শ্রোতারা প্রত্যাশা করেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে। ভিডিওটিও ভালো লেগেছে আমার। দর্শকরাও আনন্দ পাবেন। ”
ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ঈদের দিন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কি হলে কি হতো’ গানের ভিডিও। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ইগলু রেড বেলভেট আইসক্রীম।