November 25, 2024
জাতীয়লেটেস্ট

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দ্বিতীয় দিনের মতো ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কুরবানি করছেন। এদিকে ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি শেষ হচ্ছে আজ, আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই) থেকে খুলবে অফিস।

ঈদুল আজহা উপলক্ষ্যে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রোব ও সোমবার) ঈদের ছুটি ছিল। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির একদিন (৯ জুলাই) পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। রোববার (১০ জুলাই) সারাদেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। আজ ঈদের দ্বিতীয় দিনও সরকারি ছুটি রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে খুলবে সব সরকারি অফিস।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *