ঈদের আগে পাটকল শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবি
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদান, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, পিএফ ও গ্রাইচুইটির টাকা প্রদানসহ ৯দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনার জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, ঈদুল ফিতরের দু’মাস পেরিয়ে গেলেও রাষ্ট্রয়ত্ত পাটকল শ্রমিকদের দাবি বাস্তবায়ন হয়নি। ঈদুল আযহার আগে বকেয়া পাওনাদি নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই অবিলম্বের তাদের দাবি পূরণ করতে হবে।
গত শুক্রবার জেলা কমিটির সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের জেলা সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। সভায় বক্তৃতা করেন শ্রমিক নেতা দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, মনিরুজ্জামান, ফারুক-উল ইসলাম, আ: হামিদ মোড়ল, নারায়ন সাহা, কৌশিক দে বাপী, হাফিজুর রহমান, ওমর ফারুক, আমিনুল ইসলাম, বাবুল রেজা, আ: হান্নান খান, আলমগীর হোসেন প্রমুখ।