ইয়েমেন: সৌদি জোটের যুদ্ধবিরতি ঘোষণা
ইয়েমেনে হুতি বাহিনীর সঙ্গে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী যুদ্ধবিরতি ঘোষণা করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে জাতিসংঘের নেয়া উদ্যোগের সমর্থনে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জোটের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।
পশ্চিমা সামরিক শক্তিগুলোর সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের ২৫ মার্চ ইয়েমেনের হুতি বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করেছিল।
সৌদি জোটের ঘোষিত যুদ্ধবিরতি হুতিরাও মেনে চলবে কিনা তা পরিষ্কার হয়নি।
গত মাসে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ইয়েমেনের বিবদমান পক্ষগুলোকে লড়াই বন্ধ করে সম্ভাব্য করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মহাসচিব দেশজুড়ে লড়াইয়ের তীব্রতা কমিয়ে আনতে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিতের সঙ্গে কাজ করার জন্য দেশটির সবগুলো পক্ষের প্রতিও আহ্বান জানিয়েছিলেন।
বুধবার জোট বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “ইয়েমেনে জাতিসংঘ দূতের নেওয়া উদ্যোগ সফল করতে এবং ভ্রাতৃসম ইয়েমেনের জনগণের দুর্দশা লাঘব করতে এবং করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে ও এর বিস্তার ঠেকাতে কাজ করার জন্য জোট দুই সপ্তাহব্যাপী ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি ঘোষণা করছে, যা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।”
এ বিবৃতিতে আকাশপথে, জলপথে ও স্থলে সব ধরনের লড়াই বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে গ্রিফিত এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইয়েমেনের বিবদমান দুই পক্ষ একটি ভিডিও সম্মেলনে অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সঙ্কট হিসেবে বর্ণনা করা হচ্ছিল। এই যুদ্ধে বহু বেসামরিক লোক প্রাণ হারিয়েছে এবং অমীমাংসিতে এ যুদ্ধ দেশটিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।