ইয়াসের প্রভাবে ওড়িশায় ২ জন নিহত
শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের ওড়িশায় অন্তত দু’জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ১০ লাখ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবর আল জাজিরার।
ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন।
রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।
ওড়িশায় বুধবার সকালে আঘান হানে ইয়াস। ১৪০ কিলোমিটার বেগে বাতাস বইছে সেখানে। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার পর্যন্ত।