ইয়াবার কারবারে মসজিদের ইমামও
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামে পুলিশ দুই হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি এক মসজিদের ইমামও। গতকাল শনিবার দুপুরে নগরীর কর্তফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় এনায়েত উলাহ (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়; তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে আসার সময় ধরা পড়েন।
এনায়েত উলাহ টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে। তিনি তুলাতলি ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক এবং সেখানকার তুলাতলি জামে মসজিদে ইমামতি করেন বলে জানিয়েছেন কর্তফুলী থানার ওসি আলমগীর মাহমুদ।
ওসি বলেন, বাসে করে কক্সবাজার থেকে মইজ্জ্যারটেক এলাকায় এসে নামেন এনায়েত। সেখান থেকে অন্য গাড়িতে চড়ে চট্টগ্রাম শহরে যাওয়ার কথা ছিল তার। এসময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে এনায়েত তার পেটে দুই হাজার ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় সেগুলো বের করা হয়। ওসি আলমগীর বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে ইয়াবাগুলো পৌঁছে দিতে এসেছিলেন এনায়েত।