December 25, 2024
আঞ্চলিক

ইস্পাত কারখানায় গলিত লোহায় ৬ শ্রমিক দগ্ধ

দক্ষিণাঞ্চল ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ইস্পাত কারখানায় ক্রেনের তার ছিঁড়ে গলিত লোহা পড়ে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল রবিবার উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় ‘হাজী ইসলাম উদ্দিন স্টিল অ্যান্ড রি-রোলিং মিল’-এ এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সোহেল রানা, আব্দুর রহমান, ফারুক মিয়া, মো. পলাশ, নজরুল ইসলাম ও আলম মিয়া।
এদের মধ্যে সোহেল রানা, আব্দুর রহমান, ফারুক মিয়া ও পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং নজরুল ও আলমকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানার সুপারভাইজার স্বপন মিয়া সাংবাদিকদের বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের কর্তগোপ এলাকায় অবস্থিত হাজী ইসলাম উদ্দিন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। প্রতিদিনের মতো রবিবারও শ্রমিকরা কাজ করছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে উপর থেকে গলিত লোহা নিচে ছিটকে পড়ে। এক পর্যায়ে ওই উত্তপ্ত তরল থেকে আগুন ধরে যায় এবং মিলের ৬ শ্রমিক দগ্ধ হন।
রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *