ইসলামী রাষ্ট্র গঠনে ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ হতে হবে : চরমোনাই পীর
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বেলা ১২টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় গোয়ালখালী মাদরাসা মিলনায়তনে ‘ইসলামী রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতরাম আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাবের দিকে যাচ্ছে। দেশে দুর্নীতি, খুন, ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার এখনো নিয়ন্ত্রণহীন, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, পিয়াজের বাজার এখনো চড়া। অন্য দিকে ইসলাম বিরোধী চক্র মাথাচাড়া দিয়ে উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা, হেজাব নিষিদ্ধ করছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ইসলামে সুশীতল ছায়া তলে আসতে হবে, ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন মুফতী সৈয়দ ফয়জুল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মাওলানা আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন আল্লামা নূরুল হুদা ফয়েজী। উপস্থিত ছিলেন আল্লামা রফিকুর রহমান, আল্লামা মুফতী নুরুল আমীন, মুফতী আবুল কাশেম, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা মুজ্জাম্মিল হক, মুফতী আমানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, মুফতী জিহাদুল ইসলাম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী ফালাহ উদ্দীন, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা আবুল হাসান, মুফতী আব্দুর রহমান মিয়াজি, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, শেখ মুহা. নাসির উদ্দিন, মুফতী শেখ আমীরুল ইসলাম।