ইসলামী আন্দোলন সদর থানার সম্মেলন অনুষ্ঠিত
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার দ্বি বার্ষিক সম্মেলন থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরে সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ বদরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ–সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোলা, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাঃ সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রিপন, আব্দুল হাই, মোঃ হেলাল উদ্দিন, মোঃ ফেরদাউস গাজী সুমন, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ মিরাজ মহাজন, মোঃ আনোয়ার, মোঃ আফজাল হোসেন, মোঃ আনোয়ার আলী, ক্বারী লুৎফর রহমান, মাওঃ আলী আকবর, মোঃ ইলিয়াস হোসেন, ছাত্র নেতা মোঃ ইব্রাহীম ইসলাম আবীর প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য ইসলামী আন্দোলন সদর থানার সভাপতি হিসেবে আলহাজ্ব আবু তাহের, সহ–সভাপতি হিসেবে আলহাজ্ব জাহিদুল ইসলাম, সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী হিসেবে মোঃ গাজী ফেরদাউস সুমনের নাম ঘোষণা করা হয়।