ইসলামী আন্দোলন নগর ও জেলার যৌথ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বিকাল ৫টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথ সভা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, মাওঃ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব আমজাদ হোসাইন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ আসাদুল্লাহ, মুফতী আমিরুল ইসলাম, গাজী মুরাদ হোসেন, আব্দুস সালাম জায়েফ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২১ ফেব্রæয়ারী ভাষা দিবসের আলোচনা সভা এবং ১৩ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।