ইসলামী আন্দোলন তেরখাদা উপজেলার প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলাধীন তেরখাদা উপজেলায় স্থানীয় দায়িত্বশীলদের নিয়ে তেরখাদা কাটেংগা বাজারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বিশেষ আলোচক ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, আলোচনা করেন জেলা নেতা মাওলানা ইউসুফ আলী।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা সভাপতি মুফতি ফয়জুল্লাহ, মাওলানা ইমাম হুসাইন, যুবনেতা মুফতি আবু জাফর সিদ্দিকী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা তোরাব আলী, আ: হাফিজ শেখ, আলহাজ্ব লিয়াকাত হোসেন, হাবিবুর রহমান সাগর, মাওলানা হুমায়ুন কবির, অহিদুজ্জামান বুলবুল, জালাল শিকদারসহ প্রমূখ।