ইসলামী আন্দোলনের নগর সম্মেলন সভাপতি আমানুল্লাহ, সেক্রেটারী নাসির
গতকাল শনিবার বিকাল ৩টায় নগরীর ফজলুল উলুম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মজলিসে শুরার অধিবেশন ও নগর সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী আমানুল্লাহ্র পরিচালনায় অনুষ্ঠিত হয় ৷
নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ডাঃ মোখতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, সহকারী মহাসচিব আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মাদ বরকতুল্লাহ লতীফ।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, মাওলানা মোজাফ্ফার হুসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইমরান হুসাইন, শেখ হাসান ওবায়দুল করীম, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, সাংগঠনিক সম্পাদক জিএম সজিব মোল্লা, আবু গালিব, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, মোঃ আব্দুর রশিদ, অর্থ সম্পাদক জিএম কিবরিয়া, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম তুষার, মোঃ হুমায়ুন কবির, মাওঃ দ্বীন ইসলাম, মুফতী ওয়াক্কাস, মোঃ হযরত আলী, আলহাজ্ব আমজাদ হোসেন, মুফতী মাহবুবুর রহমান, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব মিজানুর রহমান, হাজী মারুফ হোসেন, উপদেষ্টা আলহাজ্ব হুমায়ুন কবীর, আবু মোঃ বেলাল, আলহাজ্ব শোয়েব হোসেন, আলহাজ্ব শওকত হোসেন, শ্রমিক নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, যুব নেতা মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্র নেতা মুহা. হাসিব গোলদার, মুহা. ইসহাক ফরীদি, মুহা. আমিরুল ইসলাম, মুহা. সাইফুল ইসলাম, এসকে নাজমুল হাসান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মুহা. আব্দুস সালাম জায়েফ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ২০১৯-২০২০ সালের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী হিসেবে শেখ মুহা. নাসির উদ্দিনের নাম ঘোষণা করেন।