December 21, 2024
আঞ্চলিক

ইসলামিক ফাউন্ডেশনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আলোচনা সভা

তথ্য বিবরণী

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও নিয়মিত ১০০১তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকালে খুলনা বয়রা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

প্রধান অতিথি বলেন, ইমামরা হলো সমাজের ধর্মীয় নেতা। তাদের কথা মানুষ শ্র্রবণ করেন। ধর্মকে কেউ যেন অপব্যাখ্য দিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সজাগ থাকতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। বিশেষ করে যুব সমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে ইমামরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ। স্বাগত জানান কৃষিবিদ এবিএম তবিবুর রহমান।

আলোচনা শেষে জেলা প্রশাসক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট একশ জন ইমাম অংশ নেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *