November 24, 2024
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের বেথেলহামের একটি শরণার্থী ক্যাম্পে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ কারণে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সংঘর্ষে ফিলিস্তিনি এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেথেলহামের দিয়াসে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনারা প্রকাশ্যে গুলি চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি সেনারা ওই শরণার্থী ক্যাম্পে তাণ্ডব চালায়। এটা সংঘর্ষের সূত্রপাত করে। সংঘর্ষে প্রকাশ্যে গুলি চালায় ইহুদি সেনারা।

ইউরোপীয় ইউনিয়ন দখলকৃত পশ্চিমতীরে সহিংসতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় জোটটি বলছে, ২০০৬ সালের পর ২০২২ সাল ‘রক্তাক্ততম’ বছর।

চলতি বছর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *