January 21, 2025
জাতীয়

ইসমাত আরার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “নারীর ক্ষমতায়নে ইসমাত আরা সাদেক প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হল।”

রাষ্ট্রপতি ইসমাত আরা সাদেকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক শোকবার্তায় ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

তিনি প্রয়াত এই সংসদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

যশোর–৬ (কেশবপুর) আসনের সাংসদ ইসমাত আরা সাদেক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের স্ত্রী ইসমাত আরা সাদেক দশম সংসদে প্রথম এমপি হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *