ইশা ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার, সন্ধ্যা ৬টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার নগর ও জেলা সম্মেলন বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মুহা. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক এর পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহা. এনায়েত হাসান, মুহা. ইউসুফ গাজী, শাকিল আহমাদ, রাকিব হাসান, সিরাজুল ইসলাম, মাহদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ। আগামী ২০ ডিসেম্বর-২০১৯, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাসিবুল ইসলাম, সভাপতিত্ব করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুহা. সাইফুল ইসলাম। সম্মেলন বাস্তবায়নের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখা সর্বোচ্চ উপস্থিতির জন্য সর্বস্তরের ছাত্রদের প্রতি আহŸান জানান।