April 21, 2025
আঞ্চলিক

ইশা ছাত্র আন্দোলন সরকারি বিএল কলেজে মানববন্ধন

 

 

গতকাল মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি বি. এল কলেজ শাখার উদ্যোগে কলেজ গেইটে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি নিউজিল্যাল্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নামাজরত মুসাল্লিদের হত্যার প্রতিবাদে ও বি. এল কলেজ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ সভাপতি মুহা. আব্দুল্লাহ নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. সাব্বির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মুহা. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সেক্রেটারী শেখ হাসান ওবায়দুল করিম, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি এস কে নাজমুল হাসান, মুহা. আলফাত হুসাইন লিটন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহা. আল আমিন, শেখ নাজমুল হুদা, এনামুল হাসান সাঈদ, মুহা. মামুনুর রশিদ, মুহা. রাসেল, ইয়মিন মোল্লা, মুহা. মঈনুল ইসলাম, মুহা. ইউছুপ, মুহা. ইমরান হুসাইন রিফাত, এম. এ রাকিব গোলদার, মুহা. হাবিবুল্লাহ প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ নিউজিল্যান্ডে হত্যকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রæত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রহসনের ডাকসু নির্বাচনের পুনঃ তফসিল এর দাবি জানিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানায়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *