ইশা ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার শোক
খবর বিজ্ঞপ্তি
সড়ক দুর্ঘটনায় বি.এল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক বাবু কিশোর কুমার পাল নিহত হন। তাহার মৃত্যুতে ইশা ছাত্র আন্দোলন, কলেজ শাখার সভাপতি মুহাঃ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক মুহাঃ আল-আমিন এক যৌথ বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা ২৪ ঘন্টার মধ্যে ঘাতক ট্রাক ও তার চালককে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। আর যদি এর কোন ব্যত্যয় ঘটে তাহলে সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারী দিয়েছেন।