ইশা ছাত্র আন্দোলন খুলনা বিএল কলেজ সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি বিএল কলেজ শাখার কলেজ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএল কলেজ সহ-সভাপতি শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর সঞ্চালনায় সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে মোহাম্মদ আবদুলাহ নোমানকে সভাপতি, মোঃ আল আমিন কে সহ-সভাপতি ও মোহাম্মদ সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০১৯ সেশনের জন্য কমিটি গঠন ও শপথ বাক্য পাঠ করানো হয়।
কলেজ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কলেজ সম্পাদক এম এম শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য এম এ হাসিব গোলদার, কেন্দ্রীয় শুরা সদস্য মুহা. ইসহাক ফরিদী, নগর সভাপতি মুহা. সাইফুল ইসলাম, জেলা সভাপতি এসকে নাজমুল হাসান।