ইশা ছাত্র আন্দোলন খালিশপুর থানার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
গত শুক্রবার দুপুর ২.৩০ টায় ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর খালিশপুর থানা শাখার ব্যবস্থাপনায় “২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী” উপলক্ষে আলোচনা সভা শাখা সভাপতি মুহা. মাহদী হাসান মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন এর সঞ্চালনায় পিপলস গোল চত্ত্বর মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন মহানগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক জনশক্তি ছাড়া দেশের স্থায়ী ও টেকশই উন্নয়ন সম্ভব নয়। সুতরাং ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে দক্ষ ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি গ্রহন করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ, ইশা ছাত্র আন্দোলন মহানগর প্রশিক্ষণ সম্পাদক মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, থানা ইসলামী আন্দোলনের মাওলানা খালিদ সাইফুল্লাহ, যুব আন্দোলন থানা সাধারণ সম্পাদক মুহাম্মাদ জামাল হোসেন, সাবেক সভাপতি মামুন অর রশিদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি বনী আমীন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাজ্জাদ হোসেন, আজাদ হোসেন, স্বাধীন রাজু, শাহজালাল, মোহাম্মাদ আলী, আবু সাইদ, আল মামুন, ইব্রাহিম আদনান, জহিরুল ইসলাম, মহিউদ্দিন মানি, মিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ