ইশা ছাত্র আন্দোলনের সদর থানা সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা সদর থানা শাখার বার্ষিক সম্মেলন নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ নগর কার্যালয়ে সদর থানা সভাপতি মুহা. ইব্রাহিম ইসলাম আবীরের সভাপতিত্বে এবং থানা সাধারণ সম্পাদক মুহা. আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের নগর সভাপতি এইচ.এম. খালিদ সাইফুল্লাহ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মুহা. সাইফুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মুহা. শরিফুল ইসলাম, এনামুল হাসান সাঈদ, আব্দুস সালাম জায়েফ, দেলোয়ার হোসেন, হাবিবুলাহ গাজী, এম এম মাহদী হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহা আহসানউলাহ, হাসিবুল ইসলাম, জুবায়ের হোসেন, হাফেজ উসামা, সাব্বির, আব্দুল্লাহ, ইমরান, রাকিবুল ইসলাম, ওমর ফারুক, আল মাহমুদ, তৌফিকুল ইসলাম রাজ, মাসুম বিলাহ, তানভীর হোসেনসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২০ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে থানা শাখার সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মুহা. আব্দুলাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহা. মোস্তফা আল গালিব এর নাম ঘোষণা করা হয়।