ইশা ছাত্র আন্দোলনের তিনটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার দুপুর ২টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে মুহা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও নাইম সরদার এর সঞ্চালনায় ইশা ছাত্র আন্দোলন বটিয়াঘাটা উপজেলার তিন ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলার জোন জিম্মাদার মোঃ আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা উপজেলা সভাপতি মোঃ রওশন আলী (চেয়ারম্যান) এবং প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন বটিয়াঘাটা উপজেলা সভাপতি এসএম আলিমুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সহ-সভাপতি শেখ মোহাম্মদ আল মামুন।
প্রধান বক্তা তার বক্তব্যের শেষে উপজেলাধীন ৩ইউনিয়নের ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। কমিটি যথাক্রমে ২নং ইউনিয়ন (বটিয়াঘাটা) সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল। ৬নং ইউনিয়ন (বালিয়াডাঙ্গা) সভাপতি মুহা নাইম সরদার, সহ-সভাপতি মোঃ মিফতাহুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম। ৭নং ইউনিয়ন (আমিরপুর) সভাপতি মুহা মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবু বকর শাকিল, সাধারণ সম্পাদক মোঃ তামিম বিন মেছবাহ।